আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৩৮১
২২৩৬. নাজরান অধিবাসীদের ঘটনা
৪০৩৯। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) .... হুযাইফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নযরান অধিবাসীরা রাসূলুল্লাহ (ﷺ)- এর কাছে এসে বলল, আমাদের এলাকার জন্য একজন আমানতদার ব্যক্তি পাঠিয়ে দিন। তিনি বললেন, তোমাদের কাছে আমি একজন আমানতদার ব্যক্তিকেই পাঠাবো, যিনি সত্যই আমানতদার। কথাটি শুনে লোকজন সবাই আগ্রহভরে তাকিয়ে রইলো। রাসূলুল্লাহ (ﷺ) তখন আবু উবাইদা ইবনুল জাররাহ্ (রাযিঃ)- কে পাঠালেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন