মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৪০
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - কিয়ামতের আলামত
৫৪৪০। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হইবে না, যতক্ষণ পর্যন্ত না ধন-সম্পদের প্রাচুর্য হইবে এবং (পানির মত) উহা প্রবাহিত হইতে থাকিবে। এমন কি লোকেরা নিজেদের মালের যাকাত বাহির করিবে বটে, কিন্তু উহা গ্রহণ করার মত কোন লোক পাইবে না। তিনি আরও বলিয়াছেন; কিয়ামতের পূর্বে আরব ভূমি সুজলা বাগ-বাগিচা ও প্রবাহিত নদ-নদীতে পরিবর্তিত হইয়া যাইবে। -মুসলিম। মুসলিমের অপর এক বর্ণনায় আছে— মদীনার জনবসতি তথা দালান -কোঠা 'এহাব' অথবা (বলিয়াছেন) 'ইয়াহাব' নামক স্থান পর্যন্ত পৌঁছিয়া যাইবে।
كتاب الفتن
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ الْمَالُ وَيَفِيضَ حَتَّى يُخْرِجَ الرَّجُلُ زَكَاةَ مَالِهِ فَلَا يَجِدُ أَحَدًا يَقْبَلُهَا مِنْهُ وَحَتَّى تَعُودَ أَرْضُ الْعَرَبِ مُرُوجًا وَأَنْهَارًا» رَوَاهُ مُسْلِمٌ. وَفِي رِوَايَة: قَالَ: «تبلغ المساكن إهَاب أَو يهاب»
tahqiqতাহকীক:তাহকীক চলমান