মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৪৩৩
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধবিগ্রহ সম্পৰ্কীয়
৫৪৩৩। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহাকে লক্ষ্য করিয়া বলিলেনঃ হে আনাস! লোকেরা উত্তরোত্তর শহর-নগর গড়িয়া তুলিবে। তন্মধ্যে ‘বসরা' নামেও একটি শহর গড়িয়া উঠিবে। যদি তুমি কখনও উক্ত শহরের নিকট দিয়া অতিক্রম কর কিংবা শহরে প্রবেশ কর, তবে উহার লবণাক্ত ভূমি ও 'কাল্লা' নামক স্থান, উহার খেজুর এবং উহার বাজার ও আমীরদের দ্বার হইতে দূরে থাকিবে এবং শহরের বাহিরে কোথাও পড়িয়া থাকিবে। কেননা, সেই স্থান একসময় ধসিয়া যাইবে, তথায় পাথরের বৃষ্টি বর্ষিত হইবে এবং ভীষণ ভূকম্পন সংঘটিত হইবে। সেখানে এমন এক সম্প্রদায় বসবাস করিবে, যাহারা সহীহ্-সালামতে মানুষরূপে রাত্রি যাপন করিবে, আর ভোরে বানর ও শূকরের আকৃতিতে রূপান্তরিত হইবে। —
كتاب الفتن
وَعَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَا أَنَسُ إِنَّ النَّاسَ يمصِّرون أمصاراً فَإِن مِصْرًا مِنْهَا يُقَالُ لَهُ: الْبَصْرَةُ فَإِنْ أَنْتَ مَرَرْتَ بِهَا أَوْ دَخَلْتَهَا فَإِيَّاكَ وَسِبَاخَهَا وَكَلَأَهَا ونخيلها وَسُوقَهَا وَبَابَ أُمَرَائِهَا وَعَلَيْكَ بِضَوَاحِيهَا فَإِنَّهُ يَكُونُ بهَا خَسْفٌ وقذفٌ ورجْفٌ وقومٌ يبيتُونَ ويصبحون قردة وَخَنَازِير رَوَاهُ أَبُو دَاوُد