মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৪৩১
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধবিগ্রহ সম্পৰ্কীয়
৫৪৩১। হযরত বোরাইদা (রাঃ) নবী (ﷺ) হইতে বর্ণনা করেন, নবী (ছঃ) এক হাদীসে বলিয়াছেনঃ ক্ষুদ্র চক্ষু বিশিষ্ট একদল তুর্কী তোমাদের সহিত যুদ্ধে লিপ্ত হইবে (তাহারা তিনবার তোমাদের উপর আক্রমণ করিবে। আর) তোমরা তিনবারই তাহাদিগকে ধাওয়া করিবে। অবশেষে তোমরা তাহাদিগকে আরব উপদ্বীপে নিয়া পৌঁছাইয়া দিবে। অতএব, প্রথম ধাওয়ায় যাহারা পলায়ন করিবে, কেবলমাত্র তাহারাই রক্ষা পাইবে। আর দ্বিতীয়বারে কিছুসংখ্যক রক্ষা পাইবে এবং কিছুসংখ্যক ধ্বংস হইবে। আর তৃতীয়বারে (কেহই রক্ষা পাইবে না; বরং) তাহারা সমূলে ধ্বংস হইয়া যাইবে। অথবা হুযূর (ﷺ) যেইরূপ বলিয়াছেন। —আবু দাউদ
كتاب الفتن
وَعَنْ بُرَيْدَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَدِيثٍ: «يُقَاتِلُكُمْ قَوْمٌ صِغَارُ الْأَعْيُنِ» يَعْنِي التّرْك. قَالَ: «تسوقونهم ثَلَاث مَرَّات حَتَّى تلحقوهم بِجَزِيرَة الْعَرَب فَأَما السِّيَاقَةِ الْأُولَى فَيَنْجُو مَنْ هَرَبَ مِنْهُمْ وَأَمَّا الثَّانِيَة فينجو بعض وَيهْلك بعض وَأما الثَّالِثَةِ فَيُصْطَلَمُونَ» أَوْ كَمَا قَالَ. رَوَاهُ أَبُو دَاوُد