মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪০৬
দ্বিতীয় অনুচ্ছেদ
৫৪০৬। হযরত সাওবান (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমার উম্মতের মধ্যে যখন একবার তলোয়ার চালিত হইবে, তখন আর উহা কিয়ামত পর্যন্ত উঠিবে না। আর কিয়ামত সেই পর্যন্ত কায়েম হইবে না যেই পর্যন্ত না আমার উম্মতের কোন কোন গোত্র মুশরিকদের সহিত মিলিত হইবে এবং যেই পর্যন্ত না আমার উম্মতের কোন কোন গোত্র মূর্তিপূজা করিবে। তিনি আরও বলিয়াছেন; অদূর ভবিষ্যতে আমার উম্মতের মাঝে ত্রিশ জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটিবে এবং তাহারা প্রত্যেকেই আল্লাহ্ নবী হওয়ার দাবী করিবে। অথচ প্রকৃত কথা হইল, 'আমিই শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই । তিনি আরও বলিয়াছেন; আমার উম্মতের একটি দল সত্যের উপর অবিচল থাকিবে, যাহারা তাহাদের বিরোধিতা করিবে, তাহারা উহাদের কোনই ক্ষতিসাধন করিতে পারিবে না কিয়ামত আসা পর্যন্ত। —আবু দাউদ ও তিরমিযী
وَعَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا وُضِعَ السَّيْفُ فِي أُمَّتِي لَمْ يُرْفَعْ عَنْهَا إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَلَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَلْحَقَ قَبَائِلُ مِنْ أُمَّتِي بِالْمُشْرِكِينَ وَحَتَّى تَعْبُدَ قَبَائِلُ مِنْ أُمَّتِي الْأَوْثَانَ وَإِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي كَذَّابُونَ ثَلَاثُونَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ نَبِيُّ اللَّهِ وَأَنَا خَاتَمُ النَّبِيين لَا نَبِيَّ بِعْدِي وَلَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي عَلَى الْحَقِّ ظَاهِرِينَ لَا يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

‘মূর্তিপূজা করিবে, ইহা প্রকৃত পূজাও হইতে পারে অথবা পূজাসদৃশ আচরণ বা মূর্তিপ্রীতিও হইতে পারে। ‘ত্রিশ জন ভণ্ড নবী' সম্পর্কে ইতিহাস প্রমাণ করে যে, এই যাবত বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেশে সেই মিথ্যা দাবীদারদের আবির্ভাব ঘটিয়াছে এবং তাহাদের মিথ্যাচারিতা নির্মূলও হইয়া গিয়াছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীও ইহাদের একজন, যাহার মিথ্যার মুখোশও খুলিয়া গিয়াছে। এইরূপ নবুওতের দাবীদার ভবিষ্যতে আরও আসিতে পারে। অবশেষে দাজ্জাল হইবে সর্বাপেক্ষা বড় মিথ্যাবাদী, এমন কি সে খোদা হওয়ারও দাবী করিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৪০৬ | মুসলিম বাংলা