মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫৩৬৬
দ্বিতীয় অনুচ্ছেদ - মানুষের মধ্যে পরিবর্তন আসা
৫৩৬৬। মুহাম্মাদ ইবনে কা'ব কুরাযী (রহঃ) বলেন, আমাকে সেই ব্যক্তিই এই হাদীসটি বর্ণনা করিয়াছেন যিনি হযরত আলী (রাঃ) হইতে শ্রবণ করিয়াছেন, তিনি বলিয়াছেন, একদা আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সহিত মসজিদে বসা ছিলাম। এমন সময় হযরত মুসআ'ব ইবনে উমায়র (রাঃ) এমন অবস্থায় সেখানে আসিয়া উপস্থিত হইলেন যে, তাঁহার চাদরে চামড়ার তালি লাগানো ছিল। তাঁহাকে দেখিয়া রাসূলুল্লাহ্ (ﷺ) কাঁদিয়া দিলেন। (বিগত জীবনে একসময়) তিনি কতই না সুখ-শান্তির মধ্যে ছিলেন, অথচ আজ তাঁহার এই অবস্থা। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ ঐ সময় তোমাদের অবস্থা কি রূপ হইবে? যখন তোমরা সকালে এক জোড়া পরিধান করিয়া বাহির হইবে এবং বিকালে বাহির হইবে আরেক জোড়া পরিধান করিয়া। আর তোমাদের সম্মুখে রাখা হইবে (বিভিন্ন প্রকারের) খানার পেয়ালা এবং উহা তুলিয়া লইয়া রাখা হইবে তদস্থলে আরেক পেয়ালা। আর তোমরা ঘরকে এমনভাবে পর্দা দ্বারা আবৃত করিবে, যেইভাবে আবৃত করা হয় (গেলাফ দ্বারা) কা'বা শরীফকে। তখন সাহাবাগণ বলিলেন, ইহা রাসূলাল্লাহ্! সেই দিন আমরা আজিকার তুলনায় অনেক উত্তম অবস্থায় হইব। কেননা, তখন আমাদের খাওয়া-পরার দুশ্চিন্তা থাকিবে না, ফলে আমরা বেশী বেশী সময় আল্লাহর এবাদতের জন্য অবসর ও সুযোগ পাইব হুযুর (ﷺ) বলিলেনঃ তোমাদের এই ধারণা ঠিক নহে; বরং তোমরা সেই দিন অপেক্ষা এখনকার সময় ভালই আছ। —তিরমিযী
وَعَن مُحَمَّد بن كَعْب الْقرظِيّ قَالَ: حَدَّثَنِي مَنْ سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالب قَالَ: إِنَّا لَجُلُوسٌ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ فَاطَّلَعَ عَلَيْنَا مُصْعَبُ بْنُ عُمَيْرٍ مَا عَلَيْهِ إِلَّا بُرْدَةٌ لَهُ مَرْقُوعَةٌ بِفَرْوٍ فَلَمَّا رَآهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَكَى لِلَّذِي كَانَ فِيهِ مِنَ النِّعْمَةِ وَالَّذِي هُوَ فِيهِ الْيَوْمَ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ بِكُمْ إِذَا غَدَا أَحَدُكُمْ فِي حُلَّةٍ وَرَاحَ فِي حُلَّةٍ؟ وَوُضِعَتْ بَيْنَ يَدَيْهِ صَحْفَةٌ وَرُفِعَتْ أُخْرَى وَسَتَرْتُمْ بُيُوتَكُمْ كَمَا تُسْتَرُ الْكَعْبَة؟» . فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ نَحْنُ يَوْمَئِذٍ خَيْرٌ مِنَّا الْيَوْمَ نَتَفَرَّغُ لِلْعِبَادَةِ وَنُكْفَى الْمُؤْنَةَ. قَالَ: «لَا أَنْتُمُ الْيَوْمَ خَيْرٌ مِنْكُمْ يَوْمَئِذٍ» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

মানুষের জন্য গরিবী অবস্থায় থাকা উত্তম, যদিও লোকে ধারণা করে যে, অবস্থা ভাল হইলে আল্লাহর এবাদত-বন্দেগী করার বেশী সুযোগ হইবে, কিন্তু সাধারণতঃ দেখা যায় যে, সম্পদের আধিক্য মানুষকে আখেরাত হইতে গাফেল করতঃ দুনিয়ালোভী করিয়া ফেলে। ফলে দ্বীন ও ঈমানের উপর স্থির থাকা খুব কঠিন হইয়া দাড়ায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৩৬৬ | মুসলিম বাংলা