মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫৩৩০
তৃতীয় অনুচ্ছেদ - লোক দেখানো ও শুনানোর ব্যাপারে বর্ণনা
৫৩৩০। হযরত মুয়ায ইবনে জাবাল (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ শেষ যমানায় এমন কতিপয় সম্প্রদায়ের আবির্ভাব ঘটিবে যাহারা বাহ্যতঃ হইবে বন্ধু, পক্ষান্তরে গোপনে হইবে শত্রু। তখন জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলাল্লাহ্! উহা কিরূপে হইবে? তিনি বলিলেনঃ তাহাদের কেহ কাহারও নিকট হইতে স্বার্থের বশীভূত এবং একে অন্যের পক্ষ হইতে শঙ্কিত হওয়ার কারণে।
وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ أَقْوَامٌ إِخْوَانُ الْعَلَانِيَةِ أَعْدَاءُ السَّرِيرَةِ» . فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ يَكُونُ ذَلِكَ. قَالَ: «ذَلِكَ بِرَغْبَةِ بَعْضِهِمْ إِلَى بَعْضٍ وَرَهْبَةِ بَعْضِهِمْ من بعض»
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, ব্যক্তিগত স্বার্থ হাসিল করার প্রত্যাশায় কেহ অন্যের কাছে বন্ধুত্বের পরিচয় দিবে এবং তাহার একান্ত আপনজন হিসাবে প্রকাশ করিবে। আবার সাথে সাথে এই আশংকাও বদ্ধমূল থাকিবে যে, সুযোগমত সে আমার বিরাট ক্ষতি বা সর্বনাশ ঘটাইতে কসুর করিবে না, তাই মনে মনে তাহাকে দুশমন ভাবিতে থাকিবে।
