মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫৩২০
দ্বিতীয় অনুচ্ছেদ - লোক দেখানো ও শুনানোর ব্যাপারে বর্ণনা
৫৩২০। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি (তাহার আমলে) পরকালে আল্লাহর সন্তুষ্টির নিয়ত রাখে, আল্লাহ্ তাহার অন্তরকে (মানুষ হইতে) অমুখাপেক্ষী করিয়া দেন এবং তাহার বিক্ষিপ্ত কাজকর্মগুলি তিনি গুছাইয়া দেন (ফলে তাহার অন্তরে প্রশান্তি সৃষ্টি হয়।) এবং দুনিয়াবী সম্পদ তাহার কাছে লাঞ্চিত হইয়া আসে। পক্ষান্তরে যে ব্যক্তি দুনিয়া লাভের নিয়ত রাখে, আল্লাহ্ তা'আলা দরিদ্রতাকে তাহার চক্ষুর সম্মুখে করিয়া দেন। (অর্থাৎ, সে সর্বদা অভাব-অনটনই দেখিতে পায়,) তাহার কাজকর্ম এলোমেলো হইয়া যায়। (ফলে তাহার অন্তরে হামেশা অস্থিরতা বিরাজ করে।) অথচ সে দুনিয়াবী সম্পদের কেবল ততটুকুই পায় যতটুকু তাহার জন্য নির্ধারিত রহিয়াছে। --তিরমিযী। আর আহমদ
عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ كَانَتْ نِيَّتُهُ طَلَبَ الْآخِرَةِ جَعَلَ اللَّهُ غِنَاهُ فِي قَلْبِهِ وَجَمَعَ لَهُ شَمْلَهُ وَأَتَتْهُ الدُّنْيَا وَهِيَ رَاغِمَةٌ وَمَنْ كَانَتْ نِيَّتُهُ طَلَبَ الدُّنْيَا جَعَلَ اللَّهُ الْفَقْرَ بَيْنَ عَيْنَيْهِ وَشَتَّتَ عَلَيْهِ أَمْرَهُ وَلَا يَأْتِيهِ مِنْهَا إِلاَّ مَا كُتِبَ لَهُ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَرَوَاهُ أَحْمد
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, যে ব্যক্তির অন্তরে পরকালের চিন্তা জাগ্রত থাকে সে দুনিয়ার চিন্তা হইতে নিষ্কৃতি পায়। আর যে ব্যক্তি দুনিয়ার পিছনে ছুটাছুটি করে, সে ততুটুকুই পায় যাহা তাহার তকদীরে লিখা রহিয়াছে। অথচ উহার পিছনে লাগিয়া অহেতুক কষ্ট ও পেরেশানীতে পড়িয়া রহিল।
