মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫৩১৫
প্রথম অনুচ্ছেদ - লোক দেখানো ও শুনানোর ব্যাপারে বর্ণনা
৫৩১৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা বলেনঃ আমি অংশীবাদীদের অংশীবাদ হইতে সম্পূর্ণ মুক্ত। যে ব্যক্তি কোন আমলে (এবাদতে) আমার সহিত অন্যকে শরীক করে, আমি তাহাকে তাহার সেই শির্কসহ বর্জন করি। অপর এক বর্ণনায় আছে, তাহার সহিত আমার কোন সম্পর্ক নাই। বস্তুতঃ ঐ কাজ বা আমলটি তাহার জন্যই গণ্য হইবে, যাহার জন্য সে করিয়াছে। —মুসলিম
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ اللَّهُ تَعَالَى: أَنَا أَغْنَى الشُّرَكَاءِ عَنِ الشِّرْكِ مَنْ عَمِلَ عَمَلًا أَشْرَكَ فِيهِ مَعِي غَيْرِي تَرَكْتُهُ وَشِرْكَهُ وَفِي رِوَايَةٍ: فَأَنَا مِنْهُ بَرِيءٌ هُوَ لِلَّذِي عَمِلَهُ . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

দুনিয়ার মানুষ তাহাদের প্রত্যেক কাজ কর্মে শরীকের প্রতি মুখাপেক্ষী, কিন্তু আমি (আল্লাহ্) ইহার ঊর্ধ্বে। আমি বান্দার কোন এবাদতে শিরক সহ্য করি না। উহাতে থাকিতে হইবে এখলাছ ও নিষ্ঠা।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৩১৫ | মুসলিম বাংলা