আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৩৬৩
২২৩০. হিজরতের নবম বছর লোকজন সহ আবু বকর (রাযিঃ)- এর হজ্জ পালন
৪০২৪। সুলাইমান ইবনে দাউদ আবু রাবী (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, বিদায় হজ্জের পূর্ববর্তী যে হজ্জ অনুষ্ঠানে নবী কারীম (ﷺ) আবু বকর (রাযিঃ)- কে আমীরুল হজ্জ নিযুক্ত করেছিলেন। সেই হজ্জের সময় আবু বকর (রাযিঃ) তাঁকে [আবু হুরায়রা (রাযিঃ)- কে] একটি ছোট দলসহ লোকজনের মধ্যে এ ঘোষণা দেওয়ার জন্য পাঠিয়ছিলেন যে, আগামী বছর কোন মুশরিক হজ্জ করতে পারবে না। আর উলঙ্গ অবস্থায়ও কেউ বায়তুল্লাহর তাওয়াফ করতে পারবে না।
