মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫২৯০
তৃতীয় অনুচ্ছেদ - ইবাদতের জন্য হায়াত ও দৌলতের আকাঙ্ক্ষা করা
৫২৯০। হযরত নবী করীম (ﷺ)-এর জনৈক সাহাবী (রাঃ) বলেন, একদা আমরা এক মজলিসে বসা ছিলাম, এমন সময় রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের মধ্যে এই অবস্থায় আগমন করিলেন যে, তাঁহার মাথায় পানির চিহ্ন ছিল। (অর্থাৎ, সদ্য গোসল করিয়াছেন।) আমরা বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমরা আপনাকে প্রফুল্ল দেখিতেছি। তিনি বলিলেনঃ হ্যাঁ, ঠিকই। বর্ণনাকারী বলেন, অতঃপর লোকজন মাল-সম্পদের আলোচনায় লিপ্ত হইলেন, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ যে ব্যক্তি মহাপরাক্রমশালী আল্লাহকে ভয় করে তাহার জন্য সম্পদশালী হওয়াতে কোন দোষ নাই। বস্তুতঃ মুত্তাকীর জন্য সুস্থ হওয়া সম্পদশালী হওয়া অপেক্ষা অনেক উত্তম এবং মানসিক প্রশান্তি আল্লাহ্ পাকের নেয়ামতসমূহের অন্যতম একটি নেয়ামত। — আহমদ
اَلْفصْلُ الثَّالِثُ
عَنْ رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: كُنَّا فِي مَجْلِسٍ فَطَلَعَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى رَأْسِهِ أَثَرُ مَاءٍ فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ نَرَاكَ طَيِّبَ النَّفْسِ. قَالَ: أَجَلْ. قَالَ: ثُمَّ خَاضَ الْقَوْمُ فِي ذِكْرِ الْغِنَى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا بَأْسَ بِالْغِنَى لِمَنِ اتَّقَى اللَّهَ عَزَّ وَجَلَّ وَالصِّحَّةُ لِمَنِ اتَّقَى خَيْرٌ مِنَ الْغِنَى وَطِيبُ النَّفس من النَّعيم» رَوَاهُ أَحْمد
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, খোদাভীরু, শোকরগোযার মালদার হওয়া দূষণীয় নয় বটে, তবে নীরোগ, স্বাস্থ্যবান ও মানসিক প্রফুল্লতায় থাকা উহা হইতে অধিক শ্রেয়। কেননা, পার্থিব সম্পদের জবাবদিহি হইবে অনেক কঠিন।
