মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫২৮৩
তৃতীয় অনুচ্ছেদ - আশা আকাঙ্ক্ষা ও উদ্বেগ প্রসঙ্গ
৫২৮৩। হযরত যায়েদ ইবনে হোছাইন (রহঃ) বলেন, আমি হযরত ইমাম মালেক (রহঃ)-কে বলিতে শুনিয়াছি। একদা তাঁহাকে জিজ্ঞাসা করা হইল, দুনিয়াতে ‘যোহদ' বা পরহেজগারী কাহাকে বলে? উত্তরে তিনি বলেন, হালাল উপার্জন এবং আকাঙ্ক্ষা খাটো রাখা।—বায়হাকী শোআবুল ঈমানে
وَعَنْ زَيْدِ بْنِ الْحُسَيْنِ قَالَ: سَمِعْتُ مَالِكًا وَسُئِلَ أَيُّ شَيْءٍ الزُّهْدُ فِي الدُّنْيَا؟ قَالَ: طِيبُ الْكَسْبِ وَقِصَرُ الْأَمَلِ. رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شعب الْإِيمَان»
হাদীসের ব্যাখ্যা:
الزهد যোহদ, ইহা একটি আরবী পরিভাষা। ইহার আভিধানিক অর্থ হইল দুনিয়ার মোহ হইতে অন্তরকে ফিরাইয়া রাখা। বস্তুতঃ ইহা শুধুমাত্র অন্তরেরই কাজ। কেহ কেহ মনে করেন, দুনিয়াদারী হইতে বিরত থাকা, উহাকে বর্জন করাই প্রকৃত ‘যোহ্দ' এবং এমন ব্যক্তিই زاهد যাহেদ; কিন্তু এই ধারণাটি ঠিক নহে। ইমাম মুহাম্মদ (রহঃ) বলিয়াছেন, যাহার লেন-দেন সহীহ্ নহে, হালাল-হারামে তারতম্য করে না সে যাহেদ বা পরহেযগার নহে।
