মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫২৮০
দ্বিতীয় অনুচ্ছেদ - আশা আকাঙ্ক্ষা ও উদ্বেগ প্রসঙ্গ
৫২৮০। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমার উম্মতের বয়স ষাট হইতে সত্তর বৎসরের মধ্যবর্তী এবং এমন লোকের সংখ্যা কম হইবে যাহারা উহা অতিক্রম করিবে। – তিরমিযী ও ইবনে মাজাহ্ এই প্রসঙ্গে আব্দুল্লাহ্ ইবনে শিখীরের বর্ণিত হাদীস “রোগীর সেবা-যত্ন” অধ্যায়ে বর্ণিত হইয়াছে।
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْمَارُ أُمَّتِي مَا بَيْنَ السِتِّينَ إِلَى السَبْعِينَ وَأَقَلُّهُمْ مَنْ يَجُوزُ ذَلِكَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَذُكِرَ حَدِيثُ عَبْدِ اللَّهِ بنِ الشِّخيرِ فِي «بَاب عِيَادَة الْمَرِيض»

হাদীসের ব্যাখ্যা:

আমাদের পূর্ববর্তী উম্মতের বয়স ছিল খুব বেশী। সেই তুলনায় এই উম্মতের বয়সের গড় ষাট ও সত্তরের মধ্যবর্তী। সুতরাং যাহার বয়স ষাট হইয়াছে, তাহাকে বুঝিতে হইবে সে উহার শেষ সীমায় পৌঁছিয়াছে। বিশেষভাবে লক্ষ্য করিলে দেখা যাইবে, অতীত ও বর্তমানে মানুষের বয়সের সীমা সত্তর অতিক্রমকারীর সংখ্যা তুলনামূলক কম।
tahqiqতাহকীক:তাহকীক চলমান