মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫২৪৭
- নম্রতা ও যুহদের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - গরীবদের ফযীলত ও নবী (সা.) -এর জীবন-যাপন
৫২৪৭। হযরত উমাইয়্যা ইবনে আব্দুল্লাহ্ ইবনে আসীদ (রাঃ) নবী (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি গরীব মুহাজিরদের উসীলায় বিজয় কামনা করিতেন। —শরহে সুন্নাহ্
كتاب الرقاق
وَعَنْ أُمَيَّةَ بْنِ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ بن أسيد عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّهُ كَانَ يَسْتَفْتِحُ بِصَعَالِيكِ الْمُهَاجِرِينَ. رَوَاهُ فِي «شَرْحِ السّنة»

হাদীসের ব্যাখ্যা:

তাফসীরে কুরতুবীতে বর্ণিত আছে, হুযূর (ﷺ) এইভাবে দো'আ করিতেনঃ

اللَّهُمَّ انْصُرْنَا عَلَى الْأَعْدَاءِ بِحَقِّ عِبَادِكَ الْفُقَرَاءِ الْمُهَاجِرِينَ

অর্থঃ হে আল্লাহ্! তোমার গরীব মুহাজির বান্দাদের বরকতে আমাদিগকে শত্রুদের উপর সাহায্য কর।
tahqiqতাহকীক:তাহকীক চলমান