মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫২৪৫
- নম্রতা ও যুহদের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - গরীবদের ফযীলত ও নবী (সা.) -এর জীবন-যাপন
৫২৪৫। এবং এই হাদীস ইবনে মাজাহ্ হযরত আবু সাঈদ (রাঃ) হইতে زمرة الْمَسَاكِين পর্যন্ত রেওয়ায়ত করিয়াছেন।
كتاب الرقاق
وروى ابْنُ مَاجَهْ عَنْ أَبِي سَعِيدٍ إِلَى قَوْلِهِ «زمرة الْمَسَاكِين»
tahqiqতাহকীক:তাহকীক চলমান