মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫২২৪
তৃতীয় অনুচ্ছেদ
৫২২৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ (কিয়ামত দিবসে) আমলসমূহ উপস্থিত হইবে। (সর্বপ্রথম) 'নামায' আসিয়া বলিবে, হে আমার রব আমি সালাত। আল্লাহ্ বলিবেনঃ তুমি কল্যাণময়। অতঃপর সদকা আসিয়া বলিবে, হে রব! আমি সদকা। আল্লাহ্ বলিবেনঃ তুমিও কল্যাণময়। অতঃপর সিয়াম আসিয়া বলিবে, হে রব! আমি 'সিয়াম'। আল্লাহ্ পাক বলিবেনঃ তুমিও কল্যাণময়। অতঃপর অন্যান্য আমলসমূহ এইরূপ আসিবে এবং আল্লাহ্ তা'আলাও বলিবেনঃ তুমি কল্যাণময়। তারপর 'ইসলাম' আসিয়া বলিবে হে রব! তোমার এক নাম সালাম। আর আমি হইলাম 'ইসলাম' । আল্লাহ্ বলিবেনঃ তুমিও কল্যাণময়। বস্তুতঃ আজ আমি তোমার কারণেই পাকড়াও করিব এবং তোমার উসীলায় সওয়াবদান করিব। এই প্রসঙ্গে আল্লাহ্ তা'আলা তাহার কিতাবে বলিয়াছেনঃ وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ অর্থঃ এবং যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দ্বীন অম্বেষণ (গ্রহণ) করে, তাহার কিছুই কবুল করা হইবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হইবে।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَجِيء الْأَعْمَال فتجيء الصَّلَاة قتقول: يارب أَنَا الصَّلَاةُ. فَيَقُولُ: إِنَّكِ عَلَى خَيْرٍ. فَتَجِيءُ الصَّدَقَة فَتَقول: يارب أَنَا الصَّدَقَةُ. فَيَقُولُ: إِنَّكِ عَلَى خَيْرٍ ثُمَّ يَجِيء الصّيام فَيَقُول: يارب أَنَا الصِّيَامُ. فَيَقُولُ: إِنَّكَ عَلَى خَيْرٍ. ثُمَّ تَجِيءُ الْأَعْمَالُ عَلَى ذَلِكَ. يَقُولُ اللَّهُ تَعَالَى: إِنَّكِ عَلَى خَيْرٍ. ثُمَّ يَجِيءُ الْإِسْلَامُ فَيَقُولُ: يَا رَبِّ أَنْتَ السَّلَامُ وَأَنَا الْإِسْلَامُ. فَيَقُولُ اللَّهُ تَعَالَى: إِنَّكَ عَلَى خَيْرٍ بِكَ الْيَوْمَ آخُذُ وَبِكَ أُعْطِي. قَالَ اللَّهُ تَعَالَى فِي كِتَابِهِ: (وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ)

হাদীসের ব্যাখ্যা:

মোটকথা, ইসলাম তথা ঈমানই হইল সমস্ত আমলের মূল বুনিয়াদ। সুতরাং বুনিয়াদ ঠিক থাকিলে সকল আমলও ঠিক থাকিবে। অন্যথায় কোন আমল বাহ্য দৃষ্টিতে পুণ্যের কাজ হইলেও উহা গ্রহণযোগ্য হইবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫২২৪ | মুসলিম বাংলা