মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫২২১
তৃতীয় অনুচ্ছেদ
৫২২১। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)কে জিজ্ঞাসা করা হইল, মানুষের মধ্যে উত্তম কে? তিনি বলিলেনঃ প্রত্যেক নিষ্কলুষ অন্তঃকরণ—সত্যভাষী। সাহাবাগণ আরয করিলেন, 'সুদূকুল লিসান' তো আমরা বুঝি, তবে “মাখমূমুল কালব' কি? তিনি বলিলেনঃ নির্মল ও পবিত্র অন্তঃকরণ, যাহা পাপ করে নাই, যুলম করে নাই ও যাহা হিংসা-বিদ্বেষ হইতে মুক্ত। ——ইবনে মাজাহ্ ও বায়হাকী শো' আবুল ঈমানে
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيْ النَّاسِ أَفْضَلُ؟ قَالَ: «كُلُّ مَخمومُ الْقلب صَدُوق اللِّسَان» . قَالُوا: صدزق اللِّسَانِ نَعْرِفُهُ فَمَا مَخْمُومُ الْقَلْبِ؟ قَالَ: «هُوَ النَّقِيُّ التَّقِيُّ لَا إِثْمَ عَلَيْهِ وَلَا بَغْيَ وَلَا غِلَّ وَلَا حَسَدَ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫২২১ | মুসলিম বাংলা