মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫২১৮
তৃতীয় অনুচ্ছেদ
৫২১৮। হযরত আবুদদারদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সূর্য উদয় হওয়ার সাথেই উহার দুই পার্শ্বে দুই জন ফিরিশতা ঘোষণা দিতে থাকেন, তাহা জ্বিন ও মানুষ ছাড়া আর সকল মাখলুককে শুনান হয়। হে মানুষ সকল! তোমরা তোমাদের প্রভুর দিকে আস। (শুনিয়া রাখ,) যেই সম্পদের প্রাচুর্য— আল্লাহ্ ও তাঁহার স্মরণ হইতে গাফেল করিয়া রাখে, তাহা অপেক্ষা প্রয়োজনমাফিক স্বল্প মালই উত্তম। –আবু নোআইম হিল্‌ইয়াহ্ গ্রন্থে হাদীস দুইটি বর্ণনা করিয়াছেন।
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا طَلَعَتِ الشَّمْسُ إِلَّا وَبِجَنْبَتَيْهَا مَلَكَانِ يُنَادِيَانِ يُسْمِعَانِ الْخَلَائِقَ غَيْرَ الثَّقَلَيْنِ: يَا أَيُّهَا النَّاسُ هَلُمُّوا إِلَى رَبِّكُمْ مَا قَلَّ وَكَفَى خَيْرٌ مِمَّا كَثُرَ وَأَلْهَى «رَوَاهُمَا أَبُو نُعَيْمٍ فِي» الْحِلْية
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫২১৮ | মুসলিম বাংলা