মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫২১৫
তৃতীয় অনুচ্ছেদ
৫২১৫। হযরত আলী (রাঃ) বলেন, দুনিয়া পৃষ্ঠ প্রদর্শন করিয়া চলিয়া যাইতেছে, আর আখেরাত সম্মুখে আসিতেছে। আর ইহাদের প্রত্যেকটির সন্তানাদি রহিয়াছে। তবে তোমরা আখেরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। কেননা, আজ আমলের সময়, এখানে কোন হিসাব নাই। আর আগামীকাল হিসাব-নিকাশ হইবে, সেইখানে কোন আমল নাই। —হাদীসটি ইমাম বুখারী তরজমাতুল বাবে বর্ণনা করিয়াছেন
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: ارْتَحَلَتِ الدُّنْيَا مُدْبِرَةً وَارْتَحَلَتِ الْآخِرَةُ مُقْبِلَةً وَلِكُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا بَنُونَ فَكُونُوا مِنْ أَبْنَاءِ الْآخِرَةِ وَلَا تَكُونُوا مِنْ أَبْنَاءِ الدُّنْيَا فَإِنَّ الْيَوْمَ عَمَلٌ وَلَا حِسَابَ وَغَدًا حِسَابٌ وَلَا عَمَلَ. رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫২১৫ | মুসলিম বাংলা