মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫২০৩
তৃতীয় অনুচ্ছেদ
৫২০৩। হযরত মুয়াবিয়া (রাঃ) হইতে বর্ণিত, একদা তিনি তাঁহার মামা আবু হাশেম ইবনে উতবার কাছে তাহার রোগ পরিচর্যার জন্য গেলেন। (তাহাকে দেখিয়া) আবু হাশেম কাঁদিয়া দিলেন। মুয়াবিয়া জিজ্ঞাসা করিলেন, হে মামা। কেন কাঁদিতেছেন ? রোগ যন্ত্রণা আপনাকে কষ্ট দিতেছে—না কি দুনিয়ার লোভ-লালসায় আপনার এই ক্রন্দন? জওয়াবে আবু হাশেম বলিলেন, ইহার একটিও নহে। বরং (এইজন্য কাঁদিতেছি যে,) রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদিগকে একটি অসীয়ত করিয়াছিলেন। কিন্তু আমি তাহা রক্ষা করিতে পারি নাই। মুয়াবিয়া (রাঃ) জিজ্ঞাসা করিলেন, সেই অসীয়তটি কি ছিল? তিনি বলিলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, তোমার মাল সঞ্চয়ের মধ্যে কেবলমাত্র একজন খাদেম এবং আল্লাহর রাস্তায় জেহাদের জন্য একটি সওয়ারীই যথেষ্ট। আমি দেখিতেছি যে, আমি মাল সঞ্চয় করিয়াছি। —আহমদ, তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ্
وَعَن مُعَاوِيَة أَنَّهُ دَخَلَ عَلَى خَالِهِ أَبِي هَاشِمِ بْنِ عتبَة يعودهُ فَبَكَى أَبُو هَاشِمٍ فَقَالَ: مَا يُبْكِيكَ يَا خَالِ؟ أَوَجَعٌ يُشْئِزُكَ أَمْ حِرْصٌ عَلَى الدُّنْيَا؟ قَالَ: كلا ولكنَّ رَسُول الله عهد إِلينا عَهْدًا لَمْ آخُذْ بِهِ. قَالَ: وَمَا ذَلِكَ؟ قَالَ: سَمِعْتُهُ يَقُولُ: «إِنَّمَا يَكْفِيكَ مِنْ جَمْعِ الْمَالِ خَادِمٌ وَمَرْكَبٌ فِي سَبِيلِ اللَّهِ» . وَإِنِّي أَرَانِي قَدْ جَمَعْتُ. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫২০৩ | মুসলিম বাংলা