মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫১৯০
দ্বিতীয় অনুচ্ছেদ
৫১৯০। হযরত আবু উমামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমার রব মক্কার বাতহা (প্রশস্ত উপত্যকা) আমার জন্য স্বর্ণে রূপান্তরিত করিয়া দেওয়ার বিষয় আমার নিকট পেশ করিলেন, তখন আমি বলিলামঃ না, হে আমার প্রভু! বরং আমি একদিন পরিতৃপ্ত এবং আরেক দিন অভুক্ত থাকিতে চাই। যাহাতে আমি যখন অভুক্ত থাকি তখন তোমার কাছে সকাতরে বিনয় প্রকাশ করিব এবং তোমাকে স্মরণ করিব। আর যখন পরিতৃপ্ত হইব তখন তোমার প্রশংসা করিব এবং তোমার শোকর আদায় করিব।—আহমদ ও তিরমিযী
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَرَضَ عَلَيَّ رَبِّي لِيَجْعَلَ لِي يطحاء مَكَّة ذَهَبا فَقلت: لَا يارب وَلَكِنْ أَشْبَعُ يَوْمًا وَأَجُوعُ يَوْمًا فَإِذَا جُعْتُ تَضَرَّعْتُ إِلَيْكَ وَذَكَرْتُكَ وَإِذَا شَبِعَتُ حَمِدْتُكَ وَشَكَرْتُكَ . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
নিয়ামতের প্রাচুর্য অধিকাংশ সময় মানুষকে খোদার স্মরণ হইতে গাফেল করিয়া দেয়। আর কষ্টের পর স্বল্প নিয়ামতেরও কদর হয় এবং দাতার শোকরিয়া আদায় করিতে আগ্রহ জন্মে।
