মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫১৭৪
দ্বিতীয় অনুচ্ছেদ
৫১৭৪। হযরত আমর ইবনে মায়মুন আওদী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) জনৈক ব্যক্তিকে নসীহতস্বরূপ বলিলেনঃ পাঁচটি জিনিস আসিবার পূর্বে পাঁচটি কাজ করাকে বিরাট সম্পদ মনে করিও। (১) তোমার বার্ধক্যের পূর্বে যৌবনকে। (২) রোগাক্রান্ত হওয়ার পূর্বে সুস্বাস্থ্যকে। (৩) দরিদ্রতার পূর্বে অভাবমুক্ত থাকাকে। (৪) ব্যস্ততার পূর্বে অবসর সময়কে। এবং (৫) মৃত্যুর পূর্বে হায়াতকে। —তিরমিযী মুরসাল হিসাবে
وَعَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ الْأَوْدِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ: اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ . رَوَاهُ التِّرْمِذِيّ مُرْسلا

হাদীসের ব্যাখ্যা:

কোন মানুষের জীবন একই অবস্থায় অতিবাহিত হয় না। উল্লেখিত বস্তুগুলি অবশ্যই আসিয়া পড়িবে। তাই বিপরীতটি আসিবার পূর্বে বর্তমান অবস্থাকে কাজে লাগান হইবে বুদ্ধিমত্তার পরিচায়ক। পরে অনুশোচনা করিয়া লাভ হইবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫১৭৪ | মুসলিম বাংলা