মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫১৭২
দ্বিতীয় অনুচ্ছেদ
৫১৭২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ তা'আলা বলেনঃ হে আদম সন্তান! আমার এবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করিয়া লও। আমি তোমার অন্তরকে অভাব-মুক্তি দ্বারা পরিপূর্ণ করিয়া দিব এবং তোমার দরিদ্রতার পথ বন্ধ করিয়া দিব। আর যদি তাহা না কর, তবে আমি তোমার হাতকে (দুনিয়ার) ব্যস্ততায় পূর্ণ করিয়া দিব এবং তোমার অভাব মিটাইব না। —আহমদ ও ইবনে মাজাহ্
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ يَقُولُ: ابْنَ آدَمَ تَفْرَّغْ لِعِبَادَتِي أَمْلَأْ صَدْرَكَ غِنًى وَأَسِدَّ فَقْرَكَ وَإِنْ لَا تَفْعَلْ مَلَأْتُ يَدَكَ شُغُلًا وَلَمْ أسُدَّ فقرك . رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه
