মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫১৬৪
প্রথম অনুচ্ছেদ
৫১৬৪। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলিয়া দো'আ করিয়াছেন: হে আল্লাহ্ । তুমি মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবার-পরিজনকে জীবিকা নির্বাহ পরিমাণ রিযক দান কর। অপর এক বর্ণনায় আছে, প্রয়োজন পরিমাণ। মোত্তাঃ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اللَّهُمَّ اجْعَلْ رِزْقَ آلِ مُحَمَّدٍ قُوتًا» وَفِي رِوَايَةٍ «كفافا» . مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

মানুষের জীবনধারণের জন্য প্রয়োজনীয় সবকিছুকেই রিযিক বলে, তা খাদ্য, পানীয়, পোশাক যাই হোক না কেন। তবে এ হাদীছে বিশেষভাবে খাদ্য বোঝানো হয়েছে।

قوت বলা হয় ক্ষুধা নিবারণ পরিমাণ খাদ্যকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পরিবারবর্গের জন্য দু'আ করেছেন যেন আল্লাহ তা'আলা তাঁদেরকে এ পরিমাণ খাদ্য দান করেন। অর্থাৎ তাঁরা যেন ক্ষুধায় কষ্টও না পায়, আবার ঐশ্বর্যেরও অধিকারী না হয়। ক্ষুধার কষ্ট যেমন মানুষের ঈমান-আমলের পক্ষে ঝুঁকি, তেমনি ঐশ্বর্য ও প্রাচুর্যও আমল-আখলাকের পক্ষে বিপজ্জনক। নিজ পরিবারবর্গ ও বংশধরগণ যাতে এ উভয় রকম ক্ষতি থেকে রক্ষা পায়, সে লক্ষ্যে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁদের জন্য মাঝামাঝি অবস্থার দু'আ করেছেন।

কারও মতে এ হাদীছে ال বলে অনুসারী বোঝানো হয়েছে। এ অর্থেও শব্দটির ব্যবহার আছে। এ হিসেবে তিনি তাঁর প্রিয় উম্মত, যারা তাঁর সুন্নাহ ও জীবনাদর্শের যথাযথ অনুসরণ করে, তাদের সকলের জন্য দু'আ করেছেন।

প্রকাশ থাকে যে, এর দ্বারা ধনীদের নিন্দা করা হয়নি এবং ধন-সম্পদ ও ঐশ্বর্য সন্ধানকেও নাজায়েয বলা হয়নি। যদি কেউ ধন-সম্পদের শর'ঈ হকসমূহ আদায়ে সক্ষম হয়, তবে সে ধন তার দুনিয়া ও আখিরাত উভয় জগতের পক্ষে কল্যাণকর বটে।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

যারা কোনওরকম জীবনধারণের মত জীবিকার মধ্য দিয়ে চলছে, না সেজন্য কোনও আক্ষেপ আছে আর না ধন-সম্পদের জন্য লালায়িত, তারা বড় ভাগ্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ দু'আর মধ্যে তাদের জন্য স্বস্তি ও সান্ত্বনার বাণী রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান