মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫১৪৯
২২. দ্বিতীয় অনুচ্ছেদ - ভালো কাজের আদেশ
৫১৪৯। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মে'রাজের রাত্রে আমি এমন কতিপয় লোকদিগকে দেখিয়াছি; আগুনের কাচি দ্বারা যাহাদের ঠোঁট কাটা হইতেছে। জিজ্ঞাসা করিলাম, হে জিবরাঈল। ইহারা কাহারা ? বলিলেনঃ ইহারা আপনার উম্মতের বক্তাগণ — যাহারা মানুষদিগকে ভাল ভাল কাজের জন্য আদেশ করিত; আর নিজেদেরকে ভুলিয়া থাকিত। শরহে সুন্নাহ্ ও বায়হাকী শো'আবুল ঈমানে। বায়হাকীর অপর এক বর্ণনায় আছে; তিনি [জিবরাঈল (আঃ)] বলিলেনঃ ইহারা আপনার উম্মতের ঐ সমস্ত খতীব ও বক্তাগণ যাহারা এমন সব কথা বলিত যাহা নিজেরা পালন করিত না। আর তাহারা আল্লাহর কালাম পাঠ করিত বটে; কিন্তু সেই মত আমল করিত না।
وَعَنْ
أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: رَأَيْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي رِجَالًا تُقْرَضُ شِفَاهُهُمْ بِمَقَارِيضَ مِنْ نَارٍ قُلْتُ: مَنْ هؤلاءِ يَا جبريلُ؟ قَالَ: هؤلاءِ خُطباءُ أُمَّتِكَ يَأْمُرُونَ النَّاسَ بِالْبَرِّ وَيَنْسَوْنَ أَنْفُسَهُمْ «. رَوَاهُ فِي» شرح السّنة «وَالْبَيْهَقِيّ فِي» شعب الإِيمان وَفِي رِوَايَتِهِ قَالَ: «خُطَبَاءُ مِنْ أُمَّتِكَ الَّذِينَ يقولونَ مَا لَا يفعلونَ ويقرؤونَ كتابَ اللَّهِ وَلَا يعملونَ»
أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: رَأَيْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي رِجَالًا تُقْرَضُ شِفَاهُهُمْ بِمَقَارِيضَ مِنْ نَارٍ قُلْتُ: مَنْ هؤلاءِ يَا جبريلُ؟ قَالَ: هؤلاءِ خُطباءُ أُمَّتِكَ يَأْمُرُونَ النَّاسَ بِالْبَرِّ وَيَنْسَوْنَ أَنْفُسَهُمْ «. رَوَاهُ فِي» شرح السّنة «وَالْبَيْهَقِيّ فِي» شعب الإِيمان وَفِي رِوَايَتِهِ قَالَ: «خُطَبَاءُ مِنْ أُمَّتِكَ الَّذِينَ يقولونَ مَا لَا يفعلونَ ويقرؤونَ كتابَ اللَّهِ وَلَا يعملونَ»
