মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫১৪৬
২২. দ্বিতীয় অনুচ্ছেদ - ভালো কাজের আদেশ
৫১৪৬। আবুল বখতারী নবী (ﷺ)-এর জনৈক সাহাবী হইতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মানুষ ততক্ষণ পর্যন্ত ধ্বংস হয় না যে পর্যন্ত না তাহারা নিজেই (পাপাচারে লিপ্ত হইয়া) ওযর আপত্তির সীমালঙ্ঘন না করিয়া ফেলে। –আবু দাউদ
وَعَنْ أَبِي
الْبَخْتَرِيِّ عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «لن يهْلك النَّاس حَتَّى يعذروا فِي أنفسهم» . رَوَاهُ أَبُو دَاوُد
الْبَخْتَرِيِّ عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «لن يهْلك النَّاس حَتَّى يعذروا فِي أنفسهم» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, অপরাধ করিলেই সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়া হয় না; বরং ওযর আপত্তি পেশ করার সুযোগ দেওয়া হয়। কিন্তু যখন পাপ সীমা অতিক্রম করিয়া ফেলে, তখনই আল্লাহর পক্ষ হইতে শাস্তি দেওয়া হয় ।
