মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫১২৩
২১. প্রথম অনুচ্ছেদ - অত্যাচার
৫১২৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে উমর (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: যুলম কিয়ামতের দিন বহু অন্ধকারের কারণ হইবে। — মোত্তাঃ
بَابُ الظُّلْمِ: الْفَصْل الأول
عَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الظُّلْمُ ظُلْمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ» . مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
الظلم যুলম, ভাষাবিদ ইমাম রাগেব বলেন, ইহার অর্থঃ “কোন বস্তুকে নির্দিষ্ট স্থান হইতে স্থানান্তরিত করিয়া অনুপযুক্ত স্থানে রাখা।” কুতবে রাব্বানী আবদুল কবীর ইয়ামানী (রহঃ) বলেন, কলব বা অন্তর হইল আল্লাহর যিকর ও স্মরণের স্থান। সুতরাং উহাতে যিকর ব্যতীত অন্য কিছুকে স্থান দিলে সে যুলম করিল। আর ব্যবহারিক অর্থ হইলঃ সত্য ও ন্যায়কে পরিহার করিয়া উহার বিপরীতকে অনুসরণ করা এবং মানুষের জান-মাল ও ইজ্জত-আবরুর উপর অত্যাচার করা। যুমের বিপরীত হইল ইনসাফ। যুলম ও যুমকারীর পরিণতি সম্পর্কে কোরআনের বহু স্থানে, বিভিন্ন আয়াতে কঠোর ভাষায় ভীতি প্রদর্শন করা হইয়াছে। অত্র অধ্যায়ের হাদীসসমূহে যুলম ও যালিমের পরিণাম সম্পর্কে আলোচনা করা হইবে।
যালিম যুলমের দরুন কিয়ামতের দিন বিভিন্ন প্রকারের অন্ধকারে পতিত হইবে। পক্ষান্তরে আদল বা ইনসাফ হইল নূর বা জ্যোতি। ইনসাফকারী সম্পর্কে বলা হইয়াছেঃ يَسْعَىٰ نُورُهُم بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِم অর্থাৎ, ন্যায়পরায়ণ ব্যক্তি তাহাদের সম্মুখের উজ্জ্বল জ্যোতিতে ছুটিতে থাকিবে। অথবা ظلمات অর্থ شدائد অর্থাৎ, যালিম মহাবিপদে পতিত হইবে এবং কেহই তাহার সাহায্য করিবে না।
যালিম যুলমের দরুন কিয়ামতের দিন বিভিন্ন প্রকারের অন্ধকারে পতিত হইবে। পক্ষান্তরে আদল বা ইনসাফ হইল নূর বা জ্যোতি। ইনসাফকারী সম্পর্কে বলা হইয়াছেঃ يَسْعَىٰ نُورُهُم بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِم অর্থাৎ, ন্যায়পরায়ণ ব্যক্তি তাহাদের সম্মুখের উজ্জ্বল জ্যোতিতে ছুটিতে থাকিবে। অথবা ظلمات অর্থ شدائد অর্থাৎ, যালিম মহাবিপদে পতিত হইবে এবং কেহই তাহার সাহায্য করিবে না।
