মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫১২১
- আদাব - শিষ্টাচার অধ্যায়
২০. তৃতীয় অনুচ্ছেদ - রাগ ও অহংকার
৫১২১। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি নিজের রসনাকে নিয়ন্ত্রণে রাখে, আল্লাহ্ তাহার দোষ-ত্রুটি ঢাকিয়া রাখেন। আর যে ব্যক্তি নিজের গোসসা দমন করিয়া রাখে, কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা তাহার উপর হইতে আযাব সরাইয়া রাখিবেন। আর যে ব্যক্তি নিজের অপরাধের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাহে, আল্লাহ্ পাক তাহার ওযর কবুল করেন।
كتاب الآداب
وَعَنْ أَنَسٍ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ خَزَنَ لِسَانَهُ سَتَرَ اللَّهُ عَوْرَتَهُ وَمَنْ كَفَّ غَضَبَهُ كَفَّ اللَّهُ عَنْهُ عَذَابَهُ يَوْمَ الْقِيَامَةِ وَمَنِ اعْتَذَرَ إِلَى الله قَبِلَ الله عذره»
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ خَزَنَ لِسَانَهُ سَتَرَ اللَّهُ عَوْرَتَهُ وَمَنْ كَفَّ غَضَبَهُ كَفَّ اللَّهُ عَنْهُ عَذَابَهُ يَوْمَ الْقِيَامَةِ وَمَنِ اعْتَذَرَ إِلَى الله قَبِلَ الله عذره»
হাদীসের ব্যাখ্যা:
রাগ দমন করার অসংখ্য উপকারিতা এবং পুরস্কার রয়েছে। আল্লাহ তা'আলা তাঁর রাগ দমনকারী বান্দাকে বিভিন্নভাবে পুরষ্কৃত ও সম্মানিত করবেন। যে বান্দা তার রাগ দমন করবে এবং শক্তি থাকা সত্ত্বেও আল্লাহর বান্দাদেরকে লজ্জিত, অসম্মানিত করবে না বা তাদের কোনরূপ লোকসান করবে না, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতের আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহর প্রত্যেক নেক বান্দা রাগ দমন করে আল্লাহর পক্ষ থেকে তাঁর নবী ﷺ কর্তৃক ঘোষিত ইনাম ও পুরস্কার লাভ করতে পারেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)