মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫১১২
২০. দ্বিতীয় অনুচ্ছেদ - রাগ ও অহংকার
৫১১২। হযরত আমর ইবনে শোআইব তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদা হইতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কিয়ামতের দিন অহংকারীদিগকে পিপীলিকার ন্যায় জড়ো করা হইবে। অবশ্য আকৃতি-অবয়ব হইবে মানুষের। অপমান তাহাদিগকে চতুর্দিক হইতে বেষ্টন করিয়া লইবে। 'বাওলাস' নামক জাহান্নামের কারাগারের দিকে তাহাদিগকে হাঁকাইয়া নেওয়া হইবে। আগুনের অগ্নিশিখা তাহাদের উপর ছাইয়া যাইবে। আর তাহাদিগকে পান করানো হইবে জাহান্নামীদের দেহ নিংড়ানো ত্বীনাতুল খাবাল' নামক কদর্য পুঁজ-রক্ত। —তিরমিযী
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يُحْشُرُ الْمُتَكَبِّرُونَ أَمْثَالَ الذَّرِّ يَوْمَ الْقِيَامَةِ فِي صُوَرِ الرِّجَالِ يَغْشَاهُمُ الذُّلُّ مِنْ كُلِّ مَكَانٍ يُسَاقُونَ إِلَى سِجْنٍ فِي جَهَنَّمَ يُسَمَّى: بُولَسُ تَعْلُوهُمْ نَارُ الْأَنْيَارِ يُسْقَوْنَ مِنْ عُصَارَةِ أَهْلِ النَّارِ طِينَةَ الْخَبَالِ . رَوَاهُ التِّرْمِذِيُّ
