মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০৬২
১৮. দ্বিতীয় অনুচ্ছেদ - আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা
৫০৬২। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, নবী করীম (ﷺ) আবুল হাইসাম ইবনে, তাইয়োহানকে জিজ্ঞাসা করিলেন, তোমার কোন খাদেম আছে কি? তিনি বলিলেন; না। তখন হুযূর (ﷺ) বলিলেনঃ যখন আমাদের কাছে কয়েদী আসিবে তখন তুমি আমাদের নিকট আসিও। অতঃপর নবী (ﷺ)-এর নিকট দুই জন কয়েদী আনা হইল এবং এই সময় আবুল হাইসামও আসিয়া উপস্থিত হইলেন। তখন নবী করীম (ﷺ) আবুল হাইসামকে বলিলেনঃ ইহাদের মধ্য হইতে যে কোন একটিকে পছন্দ করিয়া লও। তিনি বলিলেন, ইয়া নবী আল্লাহ্! আপনিই আমার জন্য পছন্দ করিয়া দিন। তখন নবী (ﷺ) বলিলেনঃ যাহার নিকট পরামর্শ চাওয়া হয়, সে হইল আমানতদার। অতঃপর বলিলেনঃ এটিই লইয়া যাও। কেননা, আমি তাহাকে নামায পড়িতে দেখিয়াছি। তবে আমি ইহার সম্পর্কে এই উপদেশ দিতেছি যে, তাহার সহিত সদাচরণ করিবে। —তিরমিযী
وَعَنْ أَبِي

هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لأبي الهيثمِ بن التَّيِّهان: «هَلْ لَكَ خَادِمٌ؟» فَقَالَ: لَا. قَالَ: فَإِذَا أَتَانَا سَبْيٌ فَأْتِنَا فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَأْسَيْنِ فَأَتَاهُ أَبُو الْهَيْثَمِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اخْتَرْ مِنْهُمَا» . فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ اخْتَرْ لِي فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمُسْتَشَارَ مُؤْتَمَنٌ. خُذْ هَذَا فَإِنِّي رَأَيْتُهُ يُصَلِّي وَاسْتَوْصِ بِهِ مَعْرُوفًا» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

পরামর্শপ্রার্থীকে সঠিক ও কল্যাণমূলক পরামর্শ দেওয়া একটি বিশেষ আমানত। নিজ স্বার্থে অথবা কাহারও মন রক্ষার্থে যথাযথ পরামর্শ গোপন করা জঘন্যতম খেয়ানত ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫০৬২ | মুসলিম বাংলা