মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫০৫৮
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৮. দ্বিতীয় অনুচ্ছেদ - আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা
৫০৫৮। হযরত মুসআব ইবনে সা'দ তাহার পিতা হইতে, বর্ণনাকারী আ'মাশ বলেন, আমার ধারণা, তিনি নবী (ﷺ) হইতেই বর্ণনা করিয়াছেন যে, তিনি বলিয়াছেনঃ প্রত্যেক কাজই ধীরে-সুস্থে করার মধ্যে কল্যাণ রহিয়াছে, তবে আখেরাতের আমল ইহার ব্যতিক্রম। —আবু দাউদ
كتاب الآداب
وَعَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ الْأَعْمَشُ: لَا أَعْلَمُهُ إِلَّا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «التُّؤَدَةُ فِي كُلِّ شَيْء إِلَّا فِي عَمَلِ الْآخِرَةِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহ্ পাকের বাণীঃ  وَسَارِعُوا إِلَىٰ مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ - فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ দ্বারা প্রমাণিত হয় যে, আখেরাতের কাজে দেরী করা উচিত নয়। বলা হয়, দুনিয়াবী কাজ এইভাবে কর যেন তুমি সর্বদা বাঁচিয়া থাকিবে। কিন্তু আখেরাতের কাজ এইভাবে কর যেন তুমি কালই মরিয়া যাইবে।