মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫০৫১
১৭. তৃতীয় অনুচ্ছেদ - সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা
৫০৫১। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ দরিদ্রতার মধ্যে কুফরী পর্যন্ত পৌঁছার উপক্রম রহিয়াছে এবং ঈর্ষা তকদীরের উপর বিজয়ী হওয়ার উপক্রমে পৌঁছাইয়া দেয়।
وَعَنْ
أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَادَ الْفَقْرُ أَنْ يَكُونَ كفرا وكادَ الحسدُ أَن يغلب الْقدر»
أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَادَ الْفَقْرُ أَنْ يَكُونَ كفرا وكادَ الحسدُ أَن يغلب الْقدر»
হাদীসের ব্যাখ্যা:
অভাব-অনটন ও দরিদ্রতা অনেক সময় মানুষকে ন্যায়-অন্যায় বা হারাম-হালালের তারতম্য করিয়া চলার পথে অন্তরায় সৃষ্টি করে। প্রিয়নবী (ﷺ) সব সময় ইহা হইতে আল্লাহর কাছে পানাহ্ চাহিয়াছেন। আর হিংসা-বিদ্বেষ মানুষকে উচ্চাভিলাষী করিয়া তোলে। ফলে সে আশার পিছনে এমনভাবে ছুটাছুটি করে যে, ইহাতে মনে হয় ‘তকদীরে উহা আছে কি নাই', এইটুকু চিন্তা করারও অবকাশ পায় না।
