মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫০৪৫
১৭. দ্বিতীয় অনুচ্ছেদ - সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা
৫০৪৫। হযরত সাঈদ ইবনে যায়েদ (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ সর্বাপেক্ষা জঘন্য সুদ হইল অন্যায়ভাবে কোন মুসলমানের মান-সম্মানের উপর আক্রমণ করা। –আবু দাউদ ও বায়হাকী
وَعَن سعيد
بْنِ زَيْدٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ مِنْ أَرْبَى الرِّبَا الِاسْتِطَالَةُ فِي عِرْضِ الْمُسْلِمِ بِغَيْرِ حَقٍّ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»
بْنِ زَيْدٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ مِنْ أَرْبَى الرِّبَا الِاسْتِطَالَةُ فِي عِرْضِ الْمُسْلِمِ بِغَيْرِ حَقٍّ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের শব্দ الاستطالة দ্বারা কাহারও প্রতি দোষারোপে বাড়াবাড়ি করা বুঝান হইয়াছে। মানুষের মাল-সম্পদের তুলনায় তাহার মান-সম্মানের মূল্য অধিক রহিয়াছে, কাজেই উহার উপর আক্রমণকে জঘন্যতর সুদ বলিয়া ভীতি প্রদর্শন করা হইয়াছে।
