মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫০৪২
১৭. দ্বিতীয় অনুচ্ছেদ - সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা
৫০৪২। হযরত আবু সিরমাহ্ (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কাহারও ক্ষতিসাধন করিবে, আল্লাহও তাহার ক্ষতি করিবেন। আর যে ব্যক্তি কাহাকেও বিপদে ফেলিবে আল্লাহ্ তা'আলা তাহাকে বিপদে ফেলিবেন। – ইবনে মাজাহ্ ও তিরমিযী। এবং তিনি বলেন, এই হাদীসটি গরীব।
وَعَن أبي
صرمة أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ ضَارَّ ضَارَّ اللَّهُ بِهِ وَمَنْ شَاقَّ شَاقَّ اللَّهُ عَلَيْهِ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيب
صرمة أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ ضَارَّ ضَارَّ اللَّهُ بِهِ وَمَنْ شَاقَّ شَاقَّ اللَّهُ عَلَيْهِ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيب
হাদীসের ব্যাখ্যা:
হাদীসে বর্ণিত شاق -এর অর্থ দুশমনী এবং শত্রুতাও হইতে পারে। অর্থাৎ, যে ব্যক্তি কাহারও সহিত শত্রুতা করিবে, আল্লাহও তাহার সহিত শত্রুতার ব্যবহার করিবেন। অর্থাৎ, তাহাকে উহার শাস্তি দিবেন।
