মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০২৫
১৬. তৃতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তাআলার জন্য বান্দার প্রতি ভালোবাসা
৫০২৫। হযরত আবু রাযীন (রাঃ) হইতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) তাহাকে বলিলেনঃ আমি কি তোমাকে দ্বীন ইসলামের বুনিয়াদী বিষয় সম্পর্কে অবগত করিব না? যাহার দ্বারা তুমি দুনিয়া ও আখেরাতের কল্যাণলাভ করিতে পারিবে। তুমি সর্বদা আহলে যিকরের' (অর্থাৎ, যাহারা আল্লাহ্ তা'আলার যিকরে রত থাকে, তাহাদের) সাহচর্য অবধারিত করিয়া লও। আর যখন একাএকী হও তখন সাধ্যানুযায়ী আল্লাহ্ তা'আলার যিকরে আপন রসনাকে রত রাখ। আর আল্লাহ্ তা'আলার সন্তুষ্টির জন্য কাহাকেও ভালবাসিবে এবং আল্লাহ্ তা'আলার সন্তুষ্টির জন্য কাহারও সাথে শত্রুতা রাখিবে। হে আবু রাযীন! তুমি কি জান ? যখন কোন ব্যক্তি তাহার কোন (মুসলমান) ভাইয়ের সাথে সাক্ষাতের উদ্দেশে নিজের ঘর হইতে বাহির হয় তখন তাহার পিছনে সত্তর হাজার ফিরিশতা থাকে—তাহারা সকলে তাহার জন্য দোআ করে এবং বলেঃ হে আমাদের রব! এই ব্যক্তি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য (তাহার ভাইয়ের সাথে) মিলিত হইয়াছে। অতএব, তুমিও তাহাকে তোমার অনুগ্রহের অন্তর্ভুক্ত কর। সুতরাং তুমি যদি তোমার দেহকে এই কাজে ব্যবহার করিতে পার তবে তাহাই কর।
وَعَن أبي

رَزِينٍ أَنَّهُ قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَلَا أَدُلُّكَ عَلَى مِلَاكِ هَذَا الْأَمْرِ الَّذِي تُصِيبُ بِهِ خَيْرَ الدُّنْيَا وَالْآخِرَةِ؟ عَلَيْكَ بِمَجَالِسِ أَهْلِ الذِّكْرِ وَإِذَا خَلَوْتَ فَحَرِّكْ لِسَانَكَ مَا اسْتَطَعْتَ بِذِكْرِ اللَّهِ وَأَحِبَّ فِي اللَّهِ وَأَبْغِضْ فِي اللَّهِ يَا أَبَا رَزِينٍ هَلْ شَعَرْتَ أَنَّ الرَّجُلَ إِذَا خَرَجَ مَنْ بَيْتِهِ زَائِرًا أَخَاهُ شَيَّعَهُ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ كُلُّهُمْ يُصَلُّونَ عَلَيْهِ وَيَقُولُونَ: رَبَّنَا إِنَّهُ وَصَلَ فِيكَ فَصِلْهُ؟ فَإِنِ اسْتَطَعْتَ أَنْ تُعْمِلَ جَسَدَكَ فِي ذَلِك فافعل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫০২৫ | মুসলিম বাংলা