মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০০২
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৫. তৃতীয় অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৫০০২। হযরত সুরাকা ইবনে মালেক (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ আমি কি তোমাদিগকে উত্তম সদকা সম্পর্কে অবগত করিব না? (উহা হইল) তোমার ঐ কন্যার প্রতি সদকা করা, যাহাকে তোমার দিকে ফিরাইয়া দেওয়া হইয়াছে। তুমি ব্যতীত তাহার উপার্জনকারী আর কেহ নাই। —ইবনে মাজাহ্
كتاب الآداب
وَعَن

سراقَة بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَلَا أَدُلُّكُمْ عَلَى أَفْضَلِ الصَّدَقَةِ؟ ابْنَتُكَ مَرْدُودَةً إِلَيْكَ لَيْسَ لَهَا كَاسِبٌ غَيْرُكَ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ

হাদীসের ব্যাখ্যা:

যাহার স্বামী মরিয়া গিয়াছে অথবা তাহাকে তালাক দিয়াছে। ফলে এখন সে তোমার মুখাপেক্ষী।
tahqiqতাহকীক:তাহকীক চলমান