মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৯৯৮
আন্তর্জাতিক নং: ৪৯৯৯
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৫. তৃতীয় অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৯৮। হযরত আনাস ও আব্দুল্লাহ্ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সমস্ত মাখলুক আল্লাহ্ তা'আলার পরিবার। সুতরাং মাখলুকের মধ্যে আল্লাহ্ তা'আলার কাছে সে-ই সর্বাপেক্ষা প্রিয়, যে আল্লাহর পরিবারের সহিত সদ্ব্যবহার করে। —হাদীস তিনটি বায়হাকী শো আবুল ঈমানে
كتاب الآداب
وَعنهُ وَعَن عبد الله قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْخَلْقُ عِيَالُ اللَّهِ فَأَحَبُّ الْخَلْقِ إِلَى اللَّهِ مَنْ أَحْسَنَ إِلَى عِيَالِهِ» . رَوَى الْبَيْهَقِيُّ الْأَحَادِيثَ الثَّلَاثَةَ فِي «شُعَبِ الْإِيمَانِ»

হাদীসের ব্যাখ্যা:

হাদীসে عيال শব্দ ব্যবহার করা হয়েছে। এর অর্থ হল অন্যের অর্থ ও সাহায্যের উপর যারা সম্পূর্ণ নির্ভরশীল। তার একবচন عيل অর্থ পরিবার। সারা সৃষ্টজীব আল্লাহর ইয়াল বা পরিবার বলার এক অর্থ হল তামাম মাখলূক আল্লাহর সৃষ্ট, সব মানুষ পরস্পর সমান, তাদের মধ্যে কোন পার্থক্য নেই। অন্য অর্থ হল, যেরূপ পরিবারের সব সদস্য পরিবার প্রধানের উপর নির্ভরশীল, সেরূপ সম্পূর্ণ মাখলুক জীবন ধারণের জন্য আল্লাহর উপর নির্ভরশীল। যেরূপ পরিবারের প্রধান পরিবার-পরিজনের ভরণ-পোষণ, আরাম-আয়েশ এবং সুযোগ-সুবিধার যাবতীয় ব্যবস্থা করে, ঠিক সেরূপ আল্লাহ তামাম মাখলুকের প্রয়োজন পূরণকারী, তাদের যাবতীয় কাজের ব্যবস্থাপক। খ্রিস্টানগণ ভুল ধারণাবশত, আল্লাহকে পিতা এবং মানুষকে আল্লাহর সন্তান আখ্যায়িত করে। মনে রাখতে হবে আল্লাহ খ্রিস্টানদের এ জাতীয় ধারণা থেকে পাক ও পবিত্র এবং আলোচ্য হাদীসকে তাদের ধারণার সাথে কোনভাবে সংশ্লিষ্ট করা যাবে না। কারণ আল্লাহ তা'আলা আমাদের প্রভু, মালিক ও খালিক, আর আমরা তাঁর গোলাম।

পরিবার-পরিজনের প্রতি যে উত্তম আচরণ করে, আল্লাহ তাকে তামাম সৃষ্টির মধ্যে অধিক মহব্বত করেন। পরিবারের প্রতি উত্তম আচরণের অর্থ হল তাদের প্রতি কর্কশ ব্যবহার না করা, দয়া ও রহম প্রদর্শন করা, তাদের ত্রুটি-বিচ্যুতি মাফ করা, তাদের প্রয়োজন পূরণ করা, তাদেরকে ভাল আখলাক ও ভাল আমল শিক্ষা দান করা এবং আল্লাহ সম্পর্কে তাদেরকে সঠিক ধারণা দান করা। পরিবার-পরিজনের প্রতি উত্তম আচরণকারী ব্যক্তি একমাত্র তখন আল্লাহর মহব্বত লাভ করতে পারবে যখন সে নিজে আল্লাহতে বিশ্বাসী হবে এবং আল্লাহর যাবতীয় হুকুম-আহকাম মেনে চলবে।

কোন আল্লাহদ্রোহী ব্যক্তি তার পরিবার-পরিজনকে যতই ভালবাসুক না কেন, সে আল্লাহর মহব্বত থেকে বঞ্চিত হবে। আল্লাহ তাঁর অবাধ্যকে কখনো ভালবাসার মর্যাদা দান করেন না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান