মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৯৯২
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৫. তৃতীয় অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৯২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একদা জনৈক ব্যক্তি বলিল, ইয়া রাসূলাল্লাহ্! অমুক মহিলা অধিক নামায পড়া, রোযা রাখা এবং দান-সদকা করার ব্যাপারে প্রসিদ্ধি লাভ করিয়াছে। তবে সে নিজের মুখের দ্বারা আপন প্রতিবেশীদিগকে কষ্ট দেয়। তিনি বলিলেনঃ সে জাহান্নামী। লোকটি পুনঃ আরজ করিল, ইয়া রাসূলাল্লাহ্। অমুক মহিলা —যাহার সম্পর্কে জনশ্রুতি আছে যে, সে কম রোযা রাখে, দান-সদকাও কম করে এবং নামাযও কম পড়ে। তাহার দানের পরিমাণ হইল পনীরের টুক্রাবিশেষ, কিন্তু সে নিজের মুখ দ্বারা আপন প্রতিবেশীদিগকে কষ্ট দেয় না। তিনি বলিলেনঃ সে জান্নাতী। – আহমদ ও বায়হাকী
كتاب الآداب
وَعَنْ أَبِي
هُرَيْرَةَ قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ فُلَانَةً تُذْكَرُ مِنْ كَثْرَةِ صَلَاتِهَا وَصِيَامِهَا وَصَدَقَتِهَا غَيْرَ أَنَّهَا تُؤْذِي جِيرَانَهَا بِلِسَانِهَا. قَالَ: «هِيَ فِي النَّارِ» . قَالَ: يَا رَسُولَ اللَّهِ فَإِنَّ فُلَانَةً تُذْكَرُ قِلَّةَ صِيَامِهَا وَصَدَقَتِهَا وَصَلَاتِهَا وَإِنَّهَا تَصَدَّقُ بِالْأَثْوَارِ مِنَ الْأَقِطِ وَلَا تؤذي جِيرَانَهَا. قَالَ: «هِيَ فِي الْجَنَّةِ» . رَوَاهُ أَحْمَدُ وَالْبَيْهَقِيّ فِي «شعب الْإِيمَان»
هُرَيْرَةَ قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ فُلَانَةً تُذْكَرُ مِنْ كَثْرَةِ صَلَاتِهَا وَصِيَامِهَا وَصَدَقَتِهَا غَيْرَ أَنَّهَا تُؤْذِي جِيرَانَهَا بِلِسَانِهَا. قَالَ: «هِيَ فِي النَّارِ» . قَالَ: يَا رَسُولَ اللَّهِ فَإِنَّ فُلَانَةً تُذْكَرُ قِلَّةَ صِيَامِهَا وَصَدَقَتِهَا وَصَلَاتِهَا وَإِنَّهَا تَصَدَّقُ بِالْأَثْوَارِ مِنَ الْأَقِطِ وَلَا تؤذي جِيرَانَهَا. قَالَ: «هِيَ فِي الْجَنَّةِ» . رَوَاهُ أَحْمَدُ وَالْبَيْهَقِيّ فِي «شعب الْإِيمَان»
হাদীসের ব্যাখ্যা:
দান-সদকা ইত্যাদি নফল কাজ এবং প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা ওয়াজিব। ওয়াজিব তরক করিয়া নফলকে প্রাধান্য দেওয়ার কারণে তাহাকে জাহান্নামী বলা হইয়াছে।