মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৯৭৯
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৭৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন যাহার একটি কন্যা বা বোন আছে, সে উহাকে জীবন্ত প্রোথিত করে নাই এবং তাহাকে তুচ্ছও মনে করে নাই; আর তাহার উপর পুত্র সন্তানকে প্রাধান্যও দেয় নাই, আল্লাহ্ তা'আলা তাহাকে বেহেশতে প্রবেশ করাইবেন। –আবু দাউদ
وَعَنِ
ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَتْ لَهُ أُنْثَى فَلَمْ يَئِدْهَا وَلَمْ يُهِنْهَا وَلَمْ يُؤْثِرْ وَلَدَهُ عَلَيْهَا - يَعْنِي الذُّكُورَ - أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ» . رَوَاهُ أَبُو دَاوُد
ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَتْ لَهُ أُنْثَى فَلَمْ يَئِدْهَا وَلَمْ يُهِنْهَا وَلَمْ يُؤْثِرْ وَلَدَهُ عَلَيْهَا - يَعْنِي الذُّكُورَ - أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
সন্তান ছেলে হউক বা মেয়ে হউক সে পিতা-মাতার কাছে সার্বিকভাবে সমান অধিকার রাখে। তাহাদিগকে সমান দৃষ্টিতে না দেখিলে যেমন মারাত্মক অপরাধ হইবে, তেমনি সমান চোখে দেখিলে ইহাতে সওয়াবও পাইবে। কন্যা সন্তানকে তুচ্ছ দৃষ্টিতে দেখা জাহেলী যুগের রীতি বা আচরণ।
