মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৯৭৫
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৭৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কোন ইয়াতীমকে নিজের খানা-পিনাতে শামিল করে, আশ্রয় দেয়, আল্লাহ্ তা'আলা তাহার জন্য নিশ্চয় বেহেশত ওয়াজিব করিয়া দিবেন যে পর্যন্ত না সে এমন কোন গুনাহ্ করে যাহা মার্জনাযোগ্য নহে। আর যে ব্যক্তি তিনটি কন্যা অথবা এই পরিমাণ বোনের প্রতিপালন করিবে অর্থাৎ, তাহাদিগকে আদব-কায়দা শিক্ষা দিবে এবং স্নেহ করিবে যে পর্যন্ত না তাহাদিগকে আল্লাহ্ পাক পরমুখাপেক্ষিতা হইতে মুক্ত করেন, তাহার জন্য আল্লাহ্ পাক বেহেশত অবধারিত করিবেন। তখন জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ্! দুইটির বেলায়ও কি অনুরূপ সওয়াব হইবে? তিনি বলিলেন, দুই জনের ব্যাপারেও সেই সওয়াব পাইবে। রাবী বলেন, এমনকি যদি তাঁহারা (সাহাবীগণ) একজনের ব্যাপারেও জিজ্ঞাসা করিতেন, তবে একজন সম্পর্কেও তিনি তাহাই বলিতেন। (বর্ণনাকারী বলেন,) তিনি আরও বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা যাহার দুইটি মূল্যবান প্রিয় বস্তু লইয়া গিয়াছেন তাহার জন্য বেহেশ্ত অবধারিত। কেহ জিজ্ঞাসা করিল, সেই প্রিয় বস্তু দুইটি কি ? তিনি বলিলেনঃ 'তাহার চক্ষুদ্বয়'। — শরহে সুন্নাহ্
وَعَنِ ابْنِ

عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ آوَى يَتِيمًا إِلَى طَعَامِهِ وَشَرَابِهِ أَوْجَبَ اللَّهُ لَهُ الْجَنَّةَ أَلْبَتَّةَ إِلَّا أَنْ يَعْمَلَ ذَنْبًا لَا يُغْفَرُ. وَمَنْ عَالَ ثَلَاثَ بَنَاتٍ أَوْ مِثْلَهُنَّ مِنَ الْأَخَوَاتِ فَأَدَّبَهُنَّ وَرَحِمَهُنَّ حَتَّى يُغْنِيَهُنَّ اللَّهُ أَوْجَبَ اللَّهُ لَهُ الْجَنَّةَ» . فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ الله واثنتين؟ قَالَ: «واثنتين» حَتَّى قَالُوا: أَوْ وَاحِدَةً؟ لَقَالَ: وَاحِدَةً «وَمَنْ أَذْهَبَ اللَّهُ بِكَرِيمَتَيْهِ وَجَبَتْ لَهُ الْجَنَّةُ» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ وَمَا كَرِيمَتَاهُ؟ قَالَ: «عَيْنَاهُ» . رَوَاهُ فِي «شرح السّنة»

হাদীসের ব্যাখ্যা:

“যেই গুনাহ্ মার্জনা করা হইবে না,” দ্বারা যে কোন প্রকারের শিরক অথবা পরের হক বা যুল্‌ম ইত্যাদি হইতে পারে। ‘পরমুখাপেক্ষিতা হইতে মুক্ত করা' অর্থ মাল-সম্পদ দ্বারা বা বিবাহ-শাদী দ্বারা নিজ অভিবাবকের মুখাপেক্ষিতা হইতে মুক্ত করা।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৯৭৫ | মুসলিম বাংলা