মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৯৪১
১৪. তৃতীয় অনুচ্ছেদ - অনুগ্রহ ও স্বজনে সদাচার
৪৯৪১। হযরত আবু উমামা (রাঃ) হইতে বর্ণিত, এক ব্যক্তি আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ্! সন্তানের উপর পিতা-মাতার কি হক্ বা দাবী আছে? তিনি বলিলেনঃ তাহারা উভয়ই তোমার বেহেশতও এবং দোযখও। —ইবনে মাজাহ্
وَعَن أبي
أُمامةَ أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا حَقُّ الْوَالِدَيْنِ عَلَى وَلَدِهِمَا؟ قَالَ: «هُمَا جَنَّتُكَ ونارُكَ» . رَوَاهُ ابنُ مَاجَه
أُمامةَ أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا حَقُّ الْوَالِدَيْنِ عَلَى وَلَدِهِمَا؟ قَالَ: «هُمَا جَنَّتُكَ ونارُكَ» . رَوَاهُ ابنُ مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, মাতা-পিতার সাথে সদাচরণ করা যেমন জান্নাতে যাওয়ার পথ সুগম করে, পক্ষান্তরে তাহাদের নাফরমানী করাও জাহান্নামে যাওয়ার কারণ হয়।
