মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৯৩৭
১৪. দ্বিতীয় অনুচ্ছেদ - অনুগ্রহ ও স্বজনে সদাচার
৪৯৩৭। হযরত আবু তোফায়েল (রাঃ) বলেন, আমি দেখিলাম নবী (ﷺ) জেয়েররানা নামক স্থানে গোশত বন্টন করিতেছেন। এমন সময় হঠাৎ একজন মহিলা আসিল, এমনকি সে নবী (ﷺ)-এর নিকটবর্তী হইল । তখন তিনি নিজের চাদরখানা তাহার জন্য বিছাইয়া দিলেন। অতঃপর মহিলাটি উহার উপর বসিয়া পড়িল। বর্ণনাকারী বলেন, আমি লোকদের কাছে জানিতে চাহিলাম এই মহিলাটি কে? তাহারা বলিলেন, ইনি তাঁহার সেই মা যিনি তাঁহাকে দুধপান করাইয়াছিলেন। —আবু দাউদ
وَعَن
أبي الطُّفَيْل قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْسِمُ لَحْمًا بِالْجِعْرَانَةِ إِذْ أَقْبَلَتِ امْرَأَةٌ حَتَّى دَنَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَسَطَ لَهَا رِدَاءَهُ فَجَلَسَتْ عَلَيْهِ. فَقُلْتُ: مَنْ هِيَ؟ فَقَالُوا: هِيَ أُمُّهُ الَّتِي أَرْضَعَتْهُ. رَوَاهُ أَبُو دَاوُد
أبي الطُّفَيْل قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْسِمُ لَحْمًا بِالْجِعْرَانَةِ إِذْ أَقْبَلَتِ امْرَأَةٌ حَتَّى دَنَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَسَطَ لَهَا رِدَاءَهُ فَجَلَسَتْ عَلَيْهِ. فَقُلْتُ: مَنْ هِيَ؟ فَقَالُوا: هِيَ أُمُّهُ الَّتِي أَرْضَعَتْهُ. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
ইনি ছিলেন হুযূরের রেযায়ী মা (ধাত্রী) হালীমা সা'দিয়া। অর্থাৎ, হাওয়াযিন গোত্রীয় বনী সা'দ শাখার হালীমা বিনতে আবু যুআইব। তাঁহাকে নবী (ﷺ) আপন মায়ের মত সম্মান করিতেন।
