মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৯৩২
১৪. দ্বিতীয় অনুচ্ছেদ - অনুগ্রহ ও স্বজনে সদাচার
৪৯৩২। হযরত আবু বাকরাহ্ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ বিদ্রোহ এবং আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করা অপেক্ষা কোন পাপই এত জঘন্য নয় যে, পাপীকে আল্লাহ্ তা'আলা খুব শীঘ্রই এই পৃথিবীতে উহার শাস্তি দেন এবং আখেরাতেও তাহার জন্য উহা জমা করিয়া রাখেন। —তিরমিযী ও আবু দাউদ
وَعَنْ

أَبِي بَكْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ ذَنْبٍ أَحْرَى أَنْ يُعَجِّلَ اللَّهُ لصَاحبه الْعقُوبَة فِي الدُّنْيَا مَعَ مايدخر لَهُ فِي الْآخِرَةِ مِنَ الْبَغْيِ وَقَطِيعَةِ الرَّحِمِ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, অন্যান্য পাপের বেলায় দুনিয়াতে শাস্তি নাও হইতে পারে অথবা বিলম্বিত হইতে পারে, কিন্তু উক্ত অপরাধীকে আল্লাহ্ তা'আলা দুনিয়াতেই অবিলম্বে কিছু না কিছু শাস্তি দিয়া দেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৯৩২ | মুসলিম বাংলা