মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮৬৬
১০. তৃতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৬৬। হযরত আবু যার (রাঃ) বলেন, একদা আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খেদমতে উপস্থিত হইলাম, অতঃপর তিনি দীর্ঘ হাদীস বর্ণনা করিলেন। (হাদীসটি এখানে বর্ণনা করা হয় নাই।) শেষ পর্যায়ে আমি আরয করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমাকে কিছু উপদেশ দিন। তিনি বলিলেনঃ আমি তোমাকে খোদা-ভীতির উপদেশ দিতেছি। কেননা, ইহা তোমার যাবতীয় কাজকে অধিক সৌন্দর্যমণ্ডিত করিবে। আমি বলিলাম, আরও অধিক কিছু বলুন। তিনি বলিলেনঃ কোরআন তেলাওয়াত ও মহাপরাক্রমশালী আল্লাহ্ তা'আলার যিকরকে নিজের জন্য বাধ্যতামূলক করিয়া লও। ইহা তোমার জন্য উর্ধ্ব আকাশে স্মরণযোগ্য এবং পৃথিবীতে তোমার জন্য আলো হইবে। আমি পুনঃ বলিলাম, আরও অধিক কিছু বলুন। তিনি বলিলেনঃ নীরবতা দীর্ঘ কর। কেননা, ইহা শয়তানকে দূরে সরাইয়া দিবে এবং দ্বীনী কাজে তোমার সহায়ক হইবে। আমি আরয করিলাম, আরও অধিক কিছু বলুন! তিনি বলিলেনঃ অধিক হাসা হইতে নিজেকে বাঁচাইয়া রাখ। কেননা, ইহা অন্তরকে মারিয়া ফেলে এবং চেহারার জ্যোতি বিদূরিত করিয়া দেয়। আমি আরয করিলাম, আরও অধিক কিছু বলুন। তিনি বলিলেনঃ ন্যায় কথা বল, যদিও উহা (কাহারও কাছে) তিক্ত হয়। আরয করিলাম, আরও অধিক কিছু বলুন। তিনি বলিলেনঃ আল্লাহর রাস্তায় কাজ করিতে কোন নিন্দাকারীর নিন্দাকে ভয় করিও না। আর করিলাম, আরও অধিক কিছু বলুন। তিনি বলিলেনঃ নিজের মধ্যে যে দোষ-ত্রুটি তুমি জান উহা যেন তোমাকে অন্য লোকের দোষ-ত্রুটি বর্ণনা হইতে বিরত রাখে।
وَعَن أبي

ذرٍّ قَالَ: دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ الْحَدِيثَ بِطُولِهِ إِلَى أَنْ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَوْصِنِي قَالَ: «أُوصِيكَ بِتَقْوَى اللَّهِ فَإِنَّهُ أَزْيَنُ لِأَمْرِكَ كُلِّهِ» قُلْتُ: زِدْنِي قَالَ: «عَلَيْكَ بِتِلَاوَةِ الْقُرْآنِ وَذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ فَإِنَّهُ ذِكْرٌ لَكَ فِي السَّمَاءِ وَنُورٌ لَكَ فِي الْأَرْضِ» . قُلْتُ: زِدْنِي. قَالَ: «عَلَيْكَ بِطُولِ الصَّمْتِ فَإِنَّهُ مَطْرَدَةٌ لِلشَّيْطَانِ وَعَوْنٌ لَكَ عَلَى أَمْرِ دِينِكَ» قُلْتُ: زِدْنِي. قَالَ: «إِيَّاكَ والضحك فَإِنَّهُ يُمِيتُ الْقَلْبَ وَيَذْهَبُ بِنُورِ الْوَجْهِ» قُلْتُ: زِدْنِي. قَالَ: قُلِ الْحَقَّ وَإِنْ كَانَ مُرًّا . قُلْتُ: زِدْنِي. قَالَ: «لَا تَخَفْ فِي اللَّهِ لومة لائم» . قلت: زِدْنِي. لِيَحْجُزْكَ عَنِ النَّاسِ مَا تَعْلَمُ مِنْ نَفْسِكَ

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহর দ্বীন পালন করিতে কিংবা প্রতিষ্ঠা করিতে কে প্রশংসা করিবে বা কে নিন্দা করিবে সেই দিকে আদৌ ভ্রুক্ষেপ করা উচিত নয়। আর অপরের দোষ অন্বেষণ করার পূর্বে নিজের দোষ-ত্রুটির দিকে তাকাইলে পরনিন্দার অভিপ্রায় হইতে রক্ষা পাইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৮৬৬ | মুসলিম বাংলা