মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮৬৩
১০. তৃতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৬৩। হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেন, শয়তান মানুষের আকৃতি ধারণ করিয়া কোন সম্প্রদায়ের নিকট আসে এবং মিথ্যা কথা বলে। যখন সেই লোকজন ছত্রভঙ্গ হইয়া যায় তখন তাহাদের মধ্য হইতে কেহ বলে, আমি এই কথা এক ব্যক্তিকে বলিতে শুনিয়াছি, তাহার চেহারা চিনি। কিন্তু তাহার নাম জানি না। —মুসলিম
وَعَن

ابْن مسعودٍ قَالَ: إِنَّ الشَّيْطَانَ لَيَتَمَثَّلُ فِي صُورَةِ الرَّجُلِ فَيَأْتِي الْقَوْمَ فَيُحَدِّثُهُمْ بِالْحَدِيثِ مِنَ الْكَذِبِ فَيَتَفَرَّقُونَ فَيَقُولُ الرَّجُلُ مِنْهُمْ: سَمِعْتُ رَجُلًا أَعْرِفُ وَجْهَهُ وَلَا أَدْرِي مَا اسْمُهُ يُحَدِّثُ . رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

সত্য-মিথ্যা যাচাই না করিয়া শুনা কথা প্রকাশ করা বা প্রচার করা সমাজে বিরাট বিপর্যয় ডাকিয়া আনে। ভিত্তিহীন গুজব রটনাকারীকে শয়তান বলা হইয়াছে, উহাতে কান দেওয়াও অপরাধ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৮৬৩ | মুসলিম বাংলা