মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮৬০
১০. তৃতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৬০। হযরত আবু উমামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মু'মিনের স্বভাবে খেয়ানত এবং মিথ্যাচারিতা ব্যতীত সকল ধরনের আচরণ থাকিতে পারে। —আহমদ।
وَعَنْ أَبِي

أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُطْبَعُ الْمُؤْمِنُ عَلَى الْخِلَالِ كلِّها إِلا الخيانةَ وَالْكذب» . رَوَاهُ أَحْمد

হাদীসের ব্যাখ্যা:

মু'মিনের প্রকৃতিতে আমানতদারী ও সত্যবাদিতা নিহিত রহিয়াছে। উক্ত গুণ দুইটির সমন্বয়েই ঈমান অর্জিত হয়। যেমন, হাদীসে বর্ণিত হইয়াছে لا إيمان لمن أمانة له “যাহার মধ্যে আমানতদারী নাই তাহার মধ্যে ঈমান নাই।” সুতরাং কোন ঈমানদার ব্যক্তির মধ্যে মিথ্যা বা খেয়ানত থাকা উচিত নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৮৬০ | মুসলিম বাংলা