মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮৫৫
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৫৫। হযরত খালেদ ইবনে মা'দান হযরত মুয়ায (রাঃ) হইতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি তাহার (মুসলমান) ভাইকে কোন অপরাধের জন্য লজ্জা দেয়, সেই লজ্জাদাতা উক্ত অপরাধটি না করা পর্যন্ত মৃত্যুবরণ করিবে না। অর্থাৎ, ঐ অপরাধের উপর তিরস্কার করে যাহা হইতে সে তওবা করিয়াছে, উক্ত অপরাধটি না করা পর্যন্ত মৃত্যুবরণ করিবে না। —তিরমিযী। ইমাম তিরমিযী বলেন, এই হাদীসটি গরীব। ইহার সনদ মুত্তাসিল নহে। কেননা, খালেদ ইবনে মা'দান বর্ণনাকারী সাহাবী হযরত মুয়ায ইবনে জাবালের সাক্ষাৎলাভ করেন নাই ।
وَعَن خالدِ

بن معدانَ عَنْ مُعَاذٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ عَيَّرَ أَخَاهُ بِذَنْبٍ لَمْ يَمُتْ حَتَّى يَعْمَلَهُ» يَعْنِي مِنْ ذَنْبٍ قَدْ تَابَ مِنْهُ -. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَلَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ لِأَنَّ خَالِدًا لَمْ يُدْرِكْ معَاذ بن جبل

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ্ তা'আলা তওবাকারীকে অত্যধিক ভালবাসেন। সুতরাং সেই ব্যক্তিকে লজ্জা দিলে আল্লাহ্ নাখোশ হইয়া তাহাকে অপরাধে নিপতিত করেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৮৫৫ | মুসলিম বাংলা