মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮৪৬
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৪৬। হযরত আম্মার (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী, কিয়ামতের দিন তাহার (মুখে) আগুনের জিহ্বা হইবে । —দারেমী
وَعَن عمار

قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ ذَا وَجْهَيْنِ فِي الدُّنْيَا كَانَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ لِسَانَانِ مِنْ نَارٍ» . رَوَاهُ الدَّارمِيّ

হাদীসের ব্যাখ্যা:

‘দ্বিমুখী ব্যক্তি' মানে সুবিধাবাদী, মুনাফিক। যাহার কাছে যায় তাহার পক্ষে এবং মর্জি অনুযায়ী কথা বলে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান