মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮৪৩
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৪৩। হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ্ সাকাফী (রাঃ) বলেন, একদা আমি আরয করিলাম ইয়া রাসূলাল্লাহ্! আমার জন্য যেই জিনিসগুলি ভয়ের কারণ বলিয়া আপনি মনে করেন তন্মধ্যে সর্বাধিক ভয়ংকর কোনটি ? বর্ণনাকারী বলেন, তখন তিনি নিজের জিহ্বা ধরিলেন এবং বলিলেনঃ 'ইহা।' –তিরমিযী। এবং তিনি ইহাকে সহীহ বলিয়াছেন।
وَعَن

سُفْيَان بن عبد الله الثَّقَفِيّ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا أَخْوَفُ مَا تَخَافُ عَلَيَّ؟ قَالَ: فَأَخَذَ بِلِسَانِ نَفْسِهِ وَقَالَ: «هَذَا» . رَوَاهُ التِّرْمِذِيّ وَصَححهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৮৪৩ | মুসলিম বাংলা