মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮৩৩
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৩৩। হযরত বেলাল ইবনে হারেস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কোন ব্যক্তি উত্তম কথা বলে, কিন্তু সে উহার মর্যাদা সম্পর্কে ওয়াকিফ নহে। তাহার জন্য আল্লাহ তা'আলা তাঁহার সহিত সাক্ষাৎ লাভের দিবস পর্যন্ত নিজের সন্তুষ্টি লিপিবদ্ধ করিবেন। আবার কোন ব্যক্তি মন্দ কথা বলে, কিন্তু সে জানে না যে, উহা তাহাকে কোথায় নিয়া পৌঁছাইবে। তাহার জন্য আল্লাহ্ তা'আলা তাঁহার সহিত সাক্ষাৎ দিবস পর্যন্ত নিজের অসন্তুষ্টি লিপিবদ্ধ করিবেন। — শরহে সুন্নাহ্। ইমাম মালেক, তিরমিযী ও ইবনে মাজাহ্ হাদীসটি অনুরূপ বর্ণনা করিয়াছেন।
وَعَن بلالِ

بن الحارثِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنَ الْخَيْرِ مَا يَعْلَمُ مَبْلَغَهَا يَكْتُبُ اللَّهُ لَهُ بِهَا رِضْوَانَهُ إِلَى يَوْمِ يَلْقَاهُ. وَإِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنَ الشَّرِّ مَا يَعْلَمُ مَبْلَغَهَا يَكْتُبُ اللَّهُ بِهَا عَلَيْهِ سَخَطَهُ إِلَى يَوْمِ يَلْقَاهُ» . رَوَاهُ فِي شَرْحِ السُّنَّةِ

وَرَوَى مَالِكٌ وَالتِّرْمِذِيُّ وَابْن مَاجَه نَحوه
tahqiqতাহকীক:তাহকীক চলমান